In:
Event
১৭ সেপ্টম্বর ২০২২: শারদীয়ার সূচনা লগ্নে উৎসবে মাতলো কলকাতায় অবস্থিত ইন্দো-বাংলা প্রেসক্লাব। ‘বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ’ শিরোনামে সদস্যদের নিয়ে শনিবার (১৭ সেপ্টম্বর) ঘরোয়া একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রেসক্লাব। ওই দিন প্রত্যেক সদস্যর হাতে তুলে দেওয়া পদ্মার ইলিশ এবং কলকাতার রসগোল্লা।