২৯ অক্টোবর ২০২২: ইন্দো বাংলা প্রেস ক্লাবের আয়োজনে দুই বাংলার এক মিলনমেলায় পরিণত হয়েছিল। শনিবার ‘সীমানা পেরিয়ে আমরা বাঙালি’ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রেসক্লাব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ,পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ, কক্সবাজার-৩ এর সাংসদ সাইমুম সালোয়র কমল, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস সহ প্রমুখেরা। অতিথিদের সম্বর্ধনা জানানো হয় এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দুই বাংলার মন্ত্রীদের ফুল, উত্তরীয়, শুভেচ্ছাপত্র এবং কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টি তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা। বরণ করে নেওয়া হয় বাংলাদেশের গণমাধ্যমের শীর্ষস্থানীয় কর্ম কর্তাদের। বরণ করে নেওয়া হয় কলকাতার বিশিষ্টজনদের। দুই মন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হয় প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট।