২৭ আগস্ট ২০২২: ইন্দো-বাংলা প্রেসক্লাবে বড়োসড়ো সাফল্য। প্রেসক্লাবে মত বিনিময় করলেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পপতি ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন ও বাংলাদেশের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সাবেক ডিরেক্টর ও প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লীগের চেয়ারম্যান সিরাজ উদ্দিন আলমগীর। শনিবার(২৭ আগস্ট) দুপুরে প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে তাদেরকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। শুভেচ্ছা উপহার হিসেবে ক্লাবের সদস্যরা তাদের হাতে তুলে দেন বই এবং কলকাতার প্রসিদ্ধ মিষ্টি। তারই সাথে তাঁদের সাম্মানিক সদস্যপদ দেওয়া হয়। আগামী দিনে এই ক্লাবের অগ্রগতি এবং উন্নয়নে সকল প্রকার সহযোগিতা এবং পাশে থাকার আশ্বাস দেন তিনি।
In:
Event