In:
Event
‘ইলিশ’এর মত আমের মৌসুমে ‘আম উৎসব’এ মাতল সকলে। প্রেসক্লাব প্রাঙ্গণে ‘আম আহ্লাদে আমরা’ শীর্ষক অনুষ্ঠানে সদস্যদের হাতে তাদের পরিবারের জন্য তুলে দেওয়া হয় রাজশাহীর সুমিষ্ট আম। সাধারণত, পশ্চিমবঙ্গের আম রাজ্যবাসীর সাধ্যের মধ্যে থাকলেও বাংলাদেশের আমের রাজধানী নামে খ্যাত রাজশাহীর আম বঙ্গবাসীর নাগালের বাইরে। ফলে এ ধরনের অনুষ্ঠানে আপ্লুত প্রত্যেক সদস্য। গত বছর দুর্গাপূজার মরশুমে প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয়েছিল বাংলাদেশের রূপালি ফসল -পদ্মার ইলিশ। এবার আম …