প্রেসক্লাবের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ও বিদেশি গণমাধ্যমে কর্মরত ভারতীয় প্রতিনিধি (ভারতের নাগরিক), তারা পাবেন সাধারণ সদস্য পদ এবং অ্যাসোসিয়েট সদস্য পদ। একই নিয়ম প্রযোজ্য হবে ভারতীয় সংবাদমাধ্যম কর্মরত, ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে।
বাংলাদেশি এবং বিদেশি নাগরিক, সেই সব সাংবাদিকদের দেওয়া হবে সাম্মানিক সদস্যপদ। তবে অবশ্যই সংশ্লিষ্ট গণমাধ্যমের সাথে ন্যূনতম তিন বছর যুক্ত থাকতে হবে। ইন্দো বাংলা প্রেসক্লাবের সদস্য পদ নিতে হলে সদস্য ফর্মের সাথে আবেদনকারীকে একটি আবেদন পত্র জমা দিতে হবে। কেন তিনি সদস্য পদ নিতে ইচ্ছুক তা জানাতে হবে। ব্যক্তিগত, শিক্ষাগত এবং চাকরির প্রমাণপত্র থাকতে হবে এবং তিনি যদি অন্য কোনো ক্লাবের সদস্য হয়ে থাকেন তাও বিশদে জানাতে হবে। আবেদনকারীর বয়স পঁচিশ (২৫) থেকে পঞ্চান্ন (৫৫) বছরের মধ্যে থাকতে হবে। অবসরপ্রাপ্তরা আবেদন করতে পারবেন না।