In:
Event
জনপ্রিয় কথাসাহিত্যক সমরেশ মজুমদার স্মরণ সন্ধ্যায় ফুলেল শ্রদ্ধা জানাল ইন্দো বাংলা প্রেস ক্লাব। স্মৃতিচারণ করল ক্লাবের সদস্যরা।
রবিবার(২১ মে) সন্ধ্যায় কলকাতার জিডি বিড়লা সভাঘরে আয়োজিত এই স্মরণসভায় স্মৃতিচারণ করলেন, কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, লেখক সঞ্চীব চট্টোপাধ্যায়, লেখক প্রচেত গুপ্ত, অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দুলাল লাহিড়ী, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, রূপা গঙ্গোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব খেয়ালি ঘোষ দস্তিদার, পরিচালক গৌতম ঘোষ, বিজেপি মুখপাত্র শমীক ভট্টাটার্য্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম নেত্রী রমলা চক্রবর্তী, কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায় -সহ বিশিষ্টরা।