In:
Event
রাজশাহী সিটি কর্পোরেশন (রসিক) মেয়র খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করে ইন্দো বাংলা প্রেস ক্লাব’এর সদস্যরা। ঢাকায় জনাব লিটনের নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানায় সদস্যরা। দীর্ঘ আলাপে উঠে আসে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে তার শিক্ষার্থী জীবনের একাগ্রতা এবং কলকাতায় কাটানো শৈশব। এছাড়া মেয়র তার আলাপচারিতায় জানান, ইন্দো বাংলা প্রেস ক্লাবের সদস্যদের পাশপাশি আরও কিভাবে মানুষে পাশে থাকা উচিত। এছাড়া তার আমন্ত্রনে মধ্যাহ্নভোজে অংশ নেয় সদস্যরা।