কোনো প্রশ্ন থাকলে

কল করুন : +91 8910 369 478

ইমেল : info@indobanglapressclub.com

বাংলা ভাষা এবং ভাষা শহীদের শ্রদ্ধা জানিয়ে রক্ত দিল ইন্দো বাংলা প্রেসক্লাব

In: Event

“রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব” ৭ই মার্চে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণকে উপজীব্য করে, ভাষা দিবসের দিন, রক্তদান করল ইন্দো বাংলা প্রেসক্লাবের সদস্যরা। রক্ত দিলেন তাদের পরিবারের সদস্যরাও। সদস্যদের অভিমত, মা এবং মাতৃভাষার বিকল্প হয় না। বঙ্গবন্ধু, যে ভাষনের মধ্যদিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, আমরা সেই ভাষণকেই উপজীব্য করে রক্ত দিলাম। রক্ত দিয়েছে, মুমুর্ষুর প্রয়োজনে আবার দেবো। সেই অঙ্গীকারেই আমাদের ক্যাপশান ‘রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব’। পুরুষদের মধ্যে যারা রক্ত দিয়েছে, জ্যোতির্ময় দত্ত, গৌতম রাওয়াত, ভাস্কর মুখার্জী, হেমন্ত দলুই, শাকিল আবেদীন, ভাস্কর সরদার, দীপক দেবনাথ, শুভজিৎ পুততুণ্ড, অত্রি ব্যানার্জী, তপন নস্কর, গৌতম মালিক, শুভজিৎ মন্ডল, বিপুল সাহা, দিব্যশ্রী পাল, সদ্বীপ পাল এবং মহিলাদের সুজাতা সিং, টুম্পা সরদার, ইশিকা আচার্য, শিরীন আবেদীন, সঞ্চারী চট্টোপাধ্যায়। পাশাপাশি মাতৃভাষাকে শ্রদ্ধা এবং ভাষা শহিদদের স্মরণ করেছে আমাদের প্রেসক্লাব। ক্লাব প্রাঙ্গনে প্রতীকী শহিদ বেদীতে শ্রদ্ধা জানালো ক্লাবের সদস্যরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।