শারদীয়া সূচনা লগ্নে ফের উৎসবে মাতল ইন্দো-বাংলা প্রেসক্লাব। ররিবার, ২৪ সেপ্টম্বর, ‘বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশ’ শিরোনামে সদস্যদের নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রত্যেক সদস্যর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশের ইলিশ ও কলকাতার রসগোল্লা।
এবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, বাংলাদেশের পটুয়াখালী-৪ এর, মাননীয় সাংসদ সদস্য মো: মহিব্বুর রহমান এমপি। যদিও তিনিও ইন্দো বাংলা প্রেস ক্লাবের সাম্মানীয় সদস্য। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়াল অংশ নেন এমপি।
তিনি বলেছেন, ইন্দো বাংলা প্রেসক্লাবে একজন আজীবন সদস্য হতে পেরে গর্বিত। উন্নত থেকে উন্নতর বাংলাদেশ গড়তে আমরা আশা করব আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়াবেন। আমি চাই ইন্দো বাংলা প্রেসক্লাব এই দুই বাংলার সেতু বন্ধনের মাধ্যমে পরস্পরের আদান-প্রদান কাজ করে চলুক।
অনুষ্ঠানে প্রত্যেক সদস্য নানান বিষয়ে মতবিনিয় করেন। দুই বাংলার সুসম্পর্ক কী করে আরও বজায় রাখা যায় এবং কলকাতায় বাংলাদেশিরা সমস্যায় পড়লে কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে এমন নানা প্রসঙ্গ উঠে আসে এদিনের অনুষ্ঠানে।