In:
Event
দেশ এবং আন্তর্জাতিক স্তরের বিশিষ্ট সাংবাদিক তথা প্রেস ক্লাব অফ ইন্ডিয়া’র প্রেসিডেন্ট গৌতম লাহিড়ী কে সম্মান জানালো ইন্দো বাংলা প্রেসক্লাব, কলকাতা। ২৩ মার্চ সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে তাকে সম্মান জানায় ক্লাবের কার্যনির্বাহী বডির সদস্যরা (এক্সিকিউটিভ মেম্বারস)। পরে ক্লাব সদস্যদের সঙ্গে এক খোলামেলায় আড্ডায় মেতে ওঠেন তিনি। এসময় ইন্দো বাংলা প্রেস ক্লাব কিভাবে উত্তোরত্তো শ্রীবৃদ্ধি করতে পারে তার নানান বিষয় তুলে ধরেন তিনি। পরে ইন্দো বাংলা প্রেসক্লাবের সাম্মানিক সদস্যপদ গ্রহণ করেন গৌতম লাহিড়।