In:
Event
২৪ জানুয়ারি ২০২৩, মধ্যমগ্রাম বাদু এলাকার একটি বাগানবাড়ি ইন্দো বাংলা প্রেসক্লাবের তরফ ফ্যামিলি পিকনিকের আয়োজন করা হয়েছিল। ওদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া-দাওয়ার পাশাপাশি বিভিন্ন গেম এক্টিভিটিস’এর আয়োজন ছিল। সেখানে দুই বাংলার সদস্য এবং তাদের পরিবার যোগদান করেন। অনেকে আবার দেশের বাইরেও ছিলেন। তবে সব আমাদের প্রেসক্লাব পরিবার এখন ছোট হলেও সময়ের সাথে সাথে কলবরে বাড়ছে। এটাই ছিল ইন্দো বাংলা প্রেসক্লাব পরিবারের প্রথম বাৎসরিক পিকনিক। তাই আমাদের কাছে দিনটা চির স্মরনীয় থাকবে।