কোনো প্রশ্ন থাকলে

কল করুন : +91 8910 369 478

ইমেল : info@indobanglapressclub.com

ইন্দো বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে জার্নালিস্ট ওয়ার্কশপ

In: Event

‘ভিডিও জার্নালিস্ট ওয়ার্কশপ’ এর মধ্যদিয়ে ইন্দো বাংলা প্রেস ক্লাব এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়। ৪ – ৭ অক্টোবর, প্রেসক্লাব এক ওয়ার্কশপের আয়োজন করেছিল। ওয়ার্কশপে অংশ নিয়ে সাংবাদিকতার পাঠ নিলেন বাংলাদেশের প্রথমসারির সংবাদ মাধ্যমের ১২ জন চট্টগ্রামের ভিডিও জার্নালিস্ট। প্রথম দুইদিন(৪.৫ অক্টোবর) সংবাদের ছবি ধারণ বিষয়ে পাঠ দেন কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ ভারতীয় সংবাদ মাধ্যমের সিনিয়র ভিডিও জার্নালিস্টরা। ৬ অক্টোবর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, রঞ্জন সেন ফার্স্ট সেক্রেটারি (প্রেস), এ.এস.এম আলমাস হোসেন প্রথম সচিব (কনস্যুলার) ভিসা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম,এর ডেপুটি এডিটর তথা চিটাগাং জার্নালিস্ট ইউনিয়ানের সভাপতি তপন চক্রবর্তী-সহ বিশিষ্টজনেরা। ৭ অক্টোবর জার্নালিস্ট প্রতিনিধিরা প্র্যাকটিক্যাল পাঠ নেন। তাদের নিয়ে যাওয়া হয় পশ্চিমবঙ্গের বিধানসভা, অ্যাপোলো হাসপাতাল, জি ২৪ ঘন্টা চ্যানেল এবং কলকাতাস্থা বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। সেখানে তারা মত বিনিময় করেন বিশিষ্টজনের সাথে।

ওয়ার্কশপে অংশ নিয়েছিলেন মো: নূর জামাল (সময় টিভি), মো: সেলিম উল্লাহ (চ্যানেল ২৪), শীতল মল্লিক (বৈশাখী টেলিভিশন), এস এম আজিজুল কাদির (অন্যসময় নিউজ), দীপঙ্কর দাস (যমুনা টিভি), সফিক আহমেদ সজীব (চ্যানেল ২৪), বাবুন পাল (একাত্তর টিভি), সঞ্জীব দে (মাছরাঙ্গা), সাইমুন আল মুরাদ (দীপ্ত টিভি), মো: পারভেজ রহমান (এখন টিভি), বাসু দেব (গাজী টেলিভিশন), আহাদুল ইসলাম বাবু (নিউজ ২৪)-এর চট্টগ্রামের ব্যুরো প্রতিনিধিরা। এনারা সকলে চট্টগ্রামের ভিডিও জার্নালিস্ট।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।