অমর সাহা, ইন্দো বাংলা প্রেস ক্লাবের মেন্টর। পেশায় একজ গণমাধ্যম কর্মী। বয়স সত্তরোর্ধ্ব। সাংবাদিকতার পেশায় কাটিয়ে দিয়েছেন ৫৬টা বছর। এমনকী, নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বাংলাদেশের দৈনিক পত্রিকা ‘প্রথম আলোয়’ কাটিয়ে ফেলেছেন ২৫ বছর। এখনও তার কলম সচল। সাংবাদিকতার পাশাপাশি লিখেছেন একাধিক বই। দীর্ঘ প্রায় ছয় দশকের অভিজ্ঞতায় এখনো পর্যন্ত ১৮টি বই লিখেছেন প্রবীণ এই সাংবাদিক। তার ১৮তম প্রকাশিত বইয়ের নাম ,”প্রথম আলোয় কলকাতার দুই যুগ”।
বইটিতে নিজের সাংবাদিক জীবনের দুই যুগের নানা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। তাই বইটি শুধুমাত্র দুই মলাটের মধ্যে সীমাবদ্ধ নয়, এই বই নতুন প্রজন্মের সাংবাদিকদের কাছেও এক জীবন্ত দলিল বলে মনে হয়। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, বইটি ‘ইন্দো বাংলা প্রেস ক্লাবে’র সদস্যদের উৎসর্গ করেছে- যা আমাদের কাছে গর্বের। রবিবার, ২৪ সেপ্টেম্বর আমাদের প্রেসক্লাব প্রাঙ্গণে বইটির কলকাতায় আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা। বইয়ের বিষয়বস্তু নিয়ে যেমন বক্তব্য রাখেন স্বয়ং লেখক, তেমনই তার সমসাময়িক সাংবাদিক তথা সদস্যরাও স্মৃতিচারণ করেন। উল্লেখ্য এর আগে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবেও বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে।